• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
                               

ইউরোর ফাইনালের যা জানা দরকার

রিপোর্টারঃ / ১৪৪ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪

গত আসরে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। তবে এবার সেই হৃদয়ভাঙা গল্পটা আবারও লিখতে চাইছেন না কেইন-বেলিংহামরা। তবে সে পথে বাধা স্পেন। যারা টুর্নামেন্টের সব ম্যাচ জিতে ফাইনাল খেলতে এসেছে। বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই। রেকর্ড সর্বোচ্চ চতুর্থ শিরোপা জয়ের হাতছানি স্পেনের। বর্তমানে জার্মানির সঙ্গে তিনটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন স্প্যানিশরা। অন্যদিকে ৫৮ বছরে শিরোপা খরা কাটানোর সুযোগ ইংলিশদের।

যেভাবে ফাইনালে স্পেন : লুইস দে লা ফুয়েন্তের অধীনে গ্রুপ পর্বে ৩ ম্যাচেই জয় পায় স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু করে ইউরোর মিশন। ইতালি ও আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে বি-গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় স্পেন। রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারায় তারা। এরপর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করে ফাইনালের মঞ্চে স্পেন।

যেভাবে ফাইনালে ইংল্যান্ড : গ্যারেথ সাউথগেটের অধীনে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ইংলিশদের। সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে মিশন শুরু বর্তমান রানার্সআপদের। ডেনমার্কের বিপক্ষে ১-১ এবং স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-সির সেরা ও অপরাজিত থেকে শেষ ষোলোতে জায়গা করে নেয় ইংল্যান্ড। রাউন্ড অব সিক্সটিনে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকে জয় পায় ইংলিশরা। এরপর সেমিতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।

ফাইনালের ভেন্যুর ইতিহাস : ইউরো কাপের ফাইনাল হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। ১৯৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য তৈরি করা হয় এই স্টেডিয়াম। বহুমুখী স্টেডিয়ামে এরই মধ্যে দুটি বিশ্বকাপ (১৯৭৪ এবং ২০০৬) আয়োজন করা হয়েছে। এ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৭৪,২৪৫।

পরিসংখ্যান : • মোট: ২৭ • স্পেন: ১০ • ইংল্যান্ড: ১৩ • ড্র: ৪
যেভাবে দেখবেন • যুক্তরাজ্য: বিবিসি ওয়ান, বিবিসি স্পোর্ট ওয়েবসাইট, এসটিভি • মার্কিন যুক্তরাষ্ট্র: ফক্স স্পোর্টস অ্যাপ, ফক্স নেটওয়ার্ক • কানাডা: সিটিভি, সিটিভি অ্যাপ, টিভিএ স্পোর্টস • বাংলাদেশ: টি স্পোর্টস, টি স্পোর্টস অ্যাপ ম্যাচ অফিশিয়াল • রেফারি: ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার (ফ্রান্স) • সহকারী রেফারি: সিরিল মুগনিয়ার ও মেহদি রাহমৌনি (ফ্রান্স) • চতুর্থ রেফারি: জিমোন মার্সিনিয়াক (পোল্যান্ড) • ভিএআর: জার্ম ব্রিসার্ড (ফ্রান্স) • রিজার্ভ সহকারী রেফারি: টমাসজ লিস্টকিউইজ (পোল্যান্ড) • ভিএআর সহকারী: উইলি ডেলাজড (ফ্রান্স) • ভিএআর সমর্থন: ম্যাসিমিলিয়ানো ইরাতি (ইতালি) দুই দলের সম্ভাব্য একাদশ

স্পেন: উনাই সাইমন; ড্যানিয়েল কারভাহাল, নাচো ফার্নান্দেজ, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেলা; দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজ, ফাবিয়ান রুইজ পেনা; লামিন ইয়ামাল, আলভারো মোরাতা এবং নিকো উইলিয়ামস। কোচ: লুইস দে লা ফুয়েন্তে।

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড; কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুইহি, কিরান ট্রিপিয়ার; কোবি মাইনু, ডেক্লান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেইন। কোচ: গ্যারেথ সাউথগেট।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:৩২)
  • ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Our Website Visitors Summary

  • ১৯
  • ৬৪
  • ৫০৩
  • ২,১৪৭
  • ২৫,৯৫২
  • ৩৫,৩৮৮