• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
                               

কার অনুসারী কত?

রিপোর্টারঃ / ৯৯ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সোশ্যাল মিডিয়ার তারকারা বেশ সরব থাকেন। নিজেদের নানা আপডেট ফেসবুক পেজেই দেন তারা। বেশ কজন আলোচিত ও জনপ্রিয় নায়িকার ফেসবুক পেজে ফলোয়ারের দিক থেকে কে, কী ধরনের পোস্ট করে থাকেন সেটি নিয়েই এ প্রতিবেদন। দেশের নায়িকাদের মধ্যে ফেসবুকে ফলোয়ারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাণিজ্যিক কিংবা ভিন্নধারা সব ঘরানার গল্পেই দেখা মিলেছে তার। তবে ব্যবসায়িক সাফল্য খুব একটা জোটেনি। অপার সম্ভাবনা নিয়ে সিনেমায় নাম লেখানো নায়িকাদের অন্যতম ছিলেন পরী। অথচ ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চিত হয়েছেন এই সুন্দরী। প্রেম, বিয়ে, সংসার ও বিচ্ছেদ- পরীর জীবনই যেন এক সিনেমা। এ নায়িকার ফেসবুক ফলোয়ার ১ কোটি ৬০ লাখ। ছবি, স্বামী-সন্তান, সিনেমার প্রোমোশন সব কিছুই পরী তার পেজের মাধ্যমে করেন। তিনি এ সময়ের নায়িকা নন। তবে জনপ্রিয়তায় এখনো যে কারও চেয়ে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না।

অসংখ্য হিট সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ভক্তদের মনের মাঝে আজও রাজত্ব করছেন। এই সুন্দরীর ফেসবুকে ফলোয়ার কোটি ছুঁই ছুঁই। ৯৯ লাখ ফলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে পূর্ণিমার পেজটি। দারুণ সব ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সরব থাকেন পূর্ণিমা। বিভিন্ন সময়ে রিলসও বানিয়ে থাকেন। ঢাকাই ছবির কুইন বলা হয় তাকে। তিনি অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ক্যারিয়ারে ব্যাপক সাফল্য পেয়েছেন। এখনো সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অপু। এছাড়া নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে দেখা যায় তাকে। ভক্তদের জন্য নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। অপুর ফলোয়ার ৯০ লাখের বেশি। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু তার। মডেলিং ও অভিনয়ে দেখা গেছে তাকে। সিনেমায় নাম লিখিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। বলছি নুসরাত ফারিয়ার কথা। সিনেমায় তার যাত্রাটা শুরু হয়েছিল রাজকীয়ভাবেই। যৌথ প্রযোজনার সিনেমা আশিকির মাধ্যমে আলোচনায় আসেন। এরপর সিনেমাতেই নিয়মিত তিনি। তবে কাজ করেন বেছে বেছে। চাইলেই তাকে নায়িকা হিসেবে পাওয়া দুষ্কর। কারণ বড় আয়োজনের সিনেমা ছাড়া দেখা যায় না তাকে। ফারিয়ার ফেসবুক পেজে অনুসারী ৬৯ লাখ। বিভিন্ন সময়ে ভ্রমণ থেকে শুরু করে ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন তিনি। পরাণ’খ্যাত নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের ফেসবুক পেজ খুবই পরিপাটি। সাজানো-গোছানো- বলা চলে ঝকঝকে চকচকে। দারুণ সব ছবি পোস্ট করে থাকেন মিম। ভক্তরা সেসব ছবির কমেন্টস বক্সে নানারকম মন্তব্যও করে থাকেন। তার সৌন্দর্যে মুগ্ধ হন নেটিজেনরা। মিমের ফেসবুকে ৬৫ লাখের বেশি ফলোয়ার রয়েছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও ব্যস্ত তিনি। জয়া তার জীবনযাপনের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এছাড়া নিজের কাজের প্রচারণায় পেজটি ব্যবহার করে থাকেন তিনি। পেজে জয়া কিছু পোস্ট করা মাত্রই হুহু করে ভাইরাল হয়ে যায়। তার ফলোয়ার ৫৭ লাখ। হাল সময়ে শাকিব খানকে কেন্দ্র করেই আলোচনায় থাকেন শবনম বুবলী। এছাড়া অপু বিশ্বাসের সঙ্গে তো তার কথার লড়াই চলতেই থাকে। দুজনের বাকযুদ্ধে কেউ কাউকে ছাড় দেন না। তবে অপুর চেয়ে অনুসারীর দিক থেকে ঢের পিছিয়ে রয়েছেন তিনি। ফেসবুকে অপুর অর্ধেকের কম ফলোয়ার তার। বসগিরি নায়িকার ফেসবুকে ৪৮ লাখ অনুসারী রয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৯:৩২)
  • ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১০ই রজব, ১৪৪৬ হিজরি
  • ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Our Website Visitors Summary

  • ৩৪
  • ৮০
  • ৫৪৫
  • ২,২৫৭
  • ২৬,১১০
  • ৩৫,৫৯৪