• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
                               

জয় দিয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিকদের

রিপোর্টারঃ / ১৫৮ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২ জুন, ২০২৪

প্রথম ম্যাচেই রান বন্যার বিশ্বকাপের আভাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান ডার্বিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ১৪ বল হাতে ৩ উইকেটে ১৯৭ রান করে, সহজে জয় নিশ্চিত করে বিশ্ব আসরের সহ-আয়োজকরা। রোববার ভোরে (২ জুন) এ-গ্রুপোর ম্যাচে বড় সংগ্রহ তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায় যুক্তরাষ্ট্র। কালিম সানা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার স্টিভেন টেইলর (০)। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও (১৬) আউট হয়ে যান দ্রুত। অ্যারন জোন্স ও অ্যান্ড্রিস গাউসের মারকুটে অর্ধশতকে জয়ের লক্ষ্যে পৌচ্ছে যায় স্বাগতিকরা।

গাউস ৪৬ বলে ৬৫ রান করে আউট হলেও জোন্স ৯৪ রানে অপরাজিত ছিলেন। মাত্র ৪০ বলে ৪টি বাউন্ডারি ও ১০টি বিশাল ছক্কায় এই রান করেন ডানহাতি এ অলরাউন্ডার। এর আগে টেক্সাসের টর্নেডোতে ব্যাপক ক্ষতি হওয়া ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। শুরুতে বাজিমাত করেছিলেন কানাডার ব্যাটাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল উত্তর আমেরিকার দেশটি। রেকর্ডসংখক ২০ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম বিশ্বকাপটা মনে রাখার মতোই শুরু করেছে কানাডা।

নর্থ আমেরিকান ডার্বিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতে হেরেছে তারা। তবে এ ম্যাচের শুরু থেকে ঝড় তোলে কানাডার ব্যাটাররা। বিশ্বকাপের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে অ্যারন জনসন জানান দেন, দিনটি কেমন যাবে! তবে ৬ষ্ঠ ওভারে ১৬ বলে ২৩ রান করা অ্যারনকে সাজঘরে ফেরান হারমিত সিং। তবে অপর ওপেনার নভোনীত ধালিওয়াল তুলে নেন আসরের প্রথম অর্ধশতক। ৬ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬১ রান করেন তিনি। পরে অর্ধশতক তুলে নেন আরেক কানাডিয়ান ব্যাটার নিকোলাস কির্তন। মাত্র ৩০ বলে অর্ধশতক করেন তিনি। পরে ৫১ রানে থামেন কির্তন। ইনিংসের শেষ দুই ওভারে ৩৫ রান তোলেন শ্রেয়াশ মোভা ও দিলপ্রীত বাজওয়া। ১৬ বলে ৩২ রান করেন শ্রেয়াশ আর বাজওয়া করেন ৫ বলে ১১ রান। এতে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় কানাডা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (দুপুর ২:১১)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ২১
  • ৪৯
  • ৫৯
  • ৬৩৪
  • ১,৭০৮
  • ২৫,৩০৯
  • ৩৪,২০০