বলিউডের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। ‘হেডস অব স্টেটস’ সিনেমায় টানা এক বছর শুটিং করে এখন তিনি পরিবারকে সময় দিচ্ছেন। মাতৃত্বের সময়টি নিজের মতো করেই উপভোগ করছেন ভারতের এ দেশি গার্ল। প্রিয়াঙ্কা বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। সেখানে নিয়মিত মেয়ে মালতিকে নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছেন এ অভিনেত্রী। যার ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করতে দেখা যায় তাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়ে মালতি ও মা মধু চোপড়াকে নিয়ে প্রিয়াঙ্কাকে একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি আনন্দিত। আমার দুই মা।’ তার এমন ক্যাপশন দর্শকের নজর কেড়েছে। অনেকেই ভালোবাসার মন্তব্যে ভরে দিচ্ছে তার কমেন্ট বক্স। ‘নোবডি’খ্যাত নির্মাতা ইলিয়া নাইশুলারের ‘হেডস অব স্টেটস’ সিনেমাটি এ বছর মুক্তির কথা রয়েছে। অ্যাকশন, কমেডি ধাঁচের এ গল্পে প্রিয়াঙ্কা ছাড়া আরও অভিনয় করেছেন ইদ্রিস আলবা, জন সিনা, স্টিফেন রুট, জ্যাক কুয়াইড, সারা নিলস ও রিচার্ড কুয়েলের মতো তারকা।