শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা মুক্তির পরই ভারতীয় ‘কেজিএফ’ ও ‘অ্যানিম্যাল’র কপির অভিযোগ ওঠে। কোনো এক অজানা কারণে রায়হান রাফীর পরিচালিত সিনেমাটির ফ্রেম ও নায়কের লুক হুবহু মিলে যাচ্ছিল ওই সিনেমা দুটির সঙ্গে। এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে সেন্সর ছাড়পত্রবিহীন ‘তুফান’র টিজার প্রদর্শিত হচ্ছে সিনেমা হলে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে ‘গুলশান’ সিনেমা হলে শুক্রবার (১০ মে) দুপুর ১২টার শোতে প্রদর্শন করা হয় ‘তুফান’-এর টিজার। অভিযোগটি পেয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
তিনি বলেন, সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। খালেদা বেগম আরও বলেন, নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও টিজারটি চলে কিনা সেটাও আমরা দেখছি। যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব।