খুব অল্প দিনের ক্যারিয়ার; কিন্তু এই অল্প সময়েই ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছেন ছোটপর্দার আলোচিত মডেল, অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন এই সুহাসিনী। যদিও অভিনয়ের আগে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরে দর্শক ও নির্মাতাদের চাহিদার কারণে গানকে চাপা রেখে অভিনয়ে মনোনিবেশ করেন ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। নাটকের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন ফারিণ। তবে দীর্ঘদিন পর এবার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে ‘রঙ্গে রঙে’ গানটিতে কণ্ঠ দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান এই নায়িকা-গায়িকা। এই গানটির দরুণ প্রশংসার সাগরে ভাসছেন তাসনিয়া ফারিণ। সাধুবাদ জানিয়েছেন ইত্যাদির উপস্থাপক ও পরিচালক খোদ হানিফ সংকেতও।
গত বছর কলকাতার সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটে । আর এবার দেশের মাটিতে অভিষেক ঘটতে যাচ্ছে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। আট বছর আগে পরিচালক ধ্রুব হাসান ফারিণকে নিয়ে নির্মাণ শুরু করেন দাহকাল নামের একটি সিনেমা। কিন্তু নানা সংকটে মাঝপথে বন্ধ হয়ে যায় ছবির কাজ। কয়েক বছর পর কাজটি ফের শুরু হয়। ধীরলয়ে শেষও হয়। এবার মুক্তির পালা। শেষমেশ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ফারিণের । আগামী ২৪ মে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা। তবে আগের নামে নয়, নতুন করে ‘ফাতিমা’ রাখা হয়েছে ছবিটির নাম। বিষয়টি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথম ছবি। খুবই সুন্দরভাবে এর শুটিং হচ্ছিল। কিন্তু মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নাটকের কাজে ব্যস্ত হয়ে যাই। প্রায় ৬ বছর পড় পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে জানান, তিনি আবার ছবিটার কাজ শুরু করতে চান। শুনে অবাক হয়েছিলাম বটে। তবে বিশ্বাস ছিল তার ওপর। ফাইনালি ছবিটা শেষ হয়েছে খুব ভালোভাবে এবং দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে ঘুরে এসেছে, পুরস্কারও পেয়েছে। আমি নিজেও বড় পর্দায় এটি দেখার অপেক্ষায়।’
ছবিটির মুক্তি উপলক্ষে রোববার বিকালে ‘ফাতিমা’র প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে কেবল ছবির নাম ভূমিকায় অভিনয় করা ফারিণের মুখছবি দেখা যাচ্ছে। ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘দাহকাল’ মূলত ওয়ার্কিং টাইটেল ছিল। এরপর গল্পের নানান বাক বিকশিত হয়েছে, সেসবের সঙ্গে সঙ্গতি রেখেই ‘ফাতিমা’ নামটি রাখা হয়েছে। এটি এখন ফাতিমার দাহকালের গল্প।’