দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলেই ঘুরতে পছন্দ করেন তিনি। রয়েছে শপিং করার নেশাও। তাই সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিনে ফেলেন নিজের পছন্দ মতো পোশাক ও অর্নামেন্টস। কেনাকাটার জন্য তার পছন্দের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। কালবেলাকে এমনটাই জানালেন এই নায়িকা।
সম্প্রতি ববি অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন। সেখানের দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করেছে তাকে। করেছেন শপিংও। ববি বলেন, ‘সুযোগ পেলেই আমি অস্ট্রেলিয়া উড়ে যাই। কারণ সেখানে আমার দুই বোন ও মা থাকেন। তাই তাদের কাছে ছুটে যেতে আমার সবসময়ই ভালো লাগে। যার ফলে এই দেশটি থেকে আমার বেশি কেনাকাটা করা হয়। এবারও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তবে আমি আমার নিয়মিত যে সব পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেগুলো আমি থাইল্যান্ড অথবা ভারত থেকে কিনি। এ ছাড়া যখন যে দেশে যাই, সে দেশ থেকেই কম বেশি শপিং করা হয়। এরপর আমার ডায়মন্ড খুব পছন্দ।’ সাজ-পোশাকে সবসময়ই ভিন্নতা পছন্দ করেন এই গ্ল্যামারাস নায়িকা। এদিক থেকে তিনি অনেকটাই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তবে অপচয় করতে একবারেই পছন্দ করেন না এই সুন্দরী।
চিত্রনায়িকা ববির মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘ময়ূরাক্ষী’, ‘খোয়াব’, ও ‘এবার তোরা মানুষ হ’। এসব সিনেমার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি। এ বছরের যে কোনো সময় সিনেমাগুলো মুক্তি পেতে পারে।