ভৌতিক ঘটনার অবলম্বনে নির্মিত সিনেমা ‘ডেডবডি’। এবারের ঈদে এই সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে জানা গেল, ঈদে নয়, আগামী ৩ মে মুক্তি পাচ্ছে এটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল। তার বলেন, ‘এই ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। এই তালিকা ‘ডেডবডি’ও ছিল। আমরা বেশ কিছু সিনেপ্লেক্সে ইতিমধ্যেই ছবিটা পাঠিয়ে দিয়েছি। ঈদে এতগুলো ছবি মুক্তি মানে, একটা বিশৃঙ্খলা তৈরি করা। কারণ এমনিতেই আমাদের সিনেমা হলের সংকট। সবদিক বিবেচনা করে আমরা ৩ মে মুক্তির তারিখ চূড়ান্ত করেছি।’ তিনি আরও বলেন, ‘অনেকেই বলছে আমরা নাকি হল পাচ্ছি না। আমরা এখন হলগুলোতে চিঠি পাঠিয়ে ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানাচ্ছি। আশা করি আগামী মাসে দেশের সব সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’
‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো এর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। সিনেমাটি প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘ট্রেলার দেখে অনেকেই ফোন ও এসএমএস করেছে। সবাই সিনেমার ট্রেলারের প্রশংসা করছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি, পুরো সিনেমাটি সবার ভালো লাগবে। ভৌতিক গল্পের এই সিনেমার ভিএফএক্স, কালার গ্রেডিং, সাউন্ড সব কিছুতেই বিশেষ নজর রাখা হয়েছে। ছবিটি দেখে সবাই বলবে দারুণ হয়েছে।’ সিনেমাটি প্রসঙ্গে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে। অ্যানিমেশনগুলো দুর্দান্ত হয়েছে।’