গেল বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পালের সিনেমা ‘প্রিয়তমা’। ভিন্নদেশি নায়িকাকে প্রিয়তমা হিসেবে বেশ দারুণ ভাবেই গ্রহণ করেছিলেন এদেশের মানুষ। সে স্মৃতি স্মরণ করলেন ইধিকা পাল। এর আগে জানালেন ‘রাজকুমার’ সিনেমার জন্য শুভকামনা। ইধিকার কথায়, ‘আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে, রাজকুমার ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই ও অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভ কামনা। তর্ক বিতর্ক, ভালো এবং আরো ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, সেটা প্রত্যাশা; প্রত্যাশা এক অমলিন অনুভূতি, সেই অনুভূতির ওপর ভিত্তি করেই এই ছবির জয়জয়কার চলুক; সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার।’
এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইধিকা বলেন, ‘আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ, তার পেছনে যে মানুষ গুলোর অবদান সব থেকে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরফ ভাই-এর প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা, শুভ হোক।’
এদিকে, এবারের ঈদেও হল বুকিংয়ে দাপট দেখাচ্ছে ‘রাজকুমার’। সূত্র মতে, ১৫টির মতো প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে শাকিব খানের সিনেমা। তাছাড়া একইসঙ্গে ‘রাজকুমার’ দেশের বাইরেও মুক্তি পাবে বলে জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।