বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর রোড়ের মাধবকাটি বাজার সংলগ্ন সুরাইয়া সুলতানা ইরানি কমপ্লেক্স ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিস্ট সমাজসেবক মোঃ শফিকুজ্জামানের পক্ষ থেকে রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উহার হিসেবে এ নতুন পোশাক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এতিমখানার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক এস এম তছলিম, রেনেসাঁ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি ও এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ আমজাদ হোসেন, ম্যানেজার মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় এতিমখানার শিক্ষার্থীরা ঈদের উপহার হিসেবে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাসিত হয়।