টানা দুই হারে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে স্বাগতিকরা আশা করেছিল সিরিজের শেষ ম্যাচটি অন্তত জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে। সেই লক্ষ্য পূরণের শুরুটা বৃহস্পতিবার বল হাতে দারুণ করেছিল টাইগ্রেসরা। স্পিনারদের সৌজন্যে জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল মাত্র ১৫৬ রানের। তবে ফের ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। এদিন মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেছে তারা। এরফলে তিন ম্যাচের সিরিজের সবকটিতেই হেরে তাদের পড়তে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়।
বৃহস্পতিবার আগের দুই ম্যাচের তুলনামূলক ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে অস্ট্রেলিয়াকে ১৫০ পার করানোর পেছনে অবদান মূলত দুটি ইনিংসের—ওপেনার ও অধিনায়ক অ্যালিসা হিলির ২৯ বলে ৪৫ রানের সঙ্গে পাঁচে নামা তালিয়া ম্যাকগ্রার ২৯ বলে ৪৩ রানের। ষষ্ঠ ওভারে বেথ মুনিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন শরীফা খাতুন। অষ্টম ওভারে হিলিকে থামান নাহিদা আক্তার, এরপর অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে সেভাবে দাঁড়াতে দেননি এই বাঁহাতি স্পিনার। এলিস পেরির পর অ্যাশলেই গার্ডনারকেও আউট করেন। ১৬তম ওভারে জর্জিয়া ওয়ারেহাম থামেন রাবেয়া খানের বলে, ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাকগ্রা এবং আগের দিন ওপেন করা গ্রেস হ্যারিসের ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া শেষ দিকে বড় লাফই দেয়। ষষ্ঠ উইকেটে দুজন তোলেন ২৭ বলে ৫৭ রান। হ্যারিস অপরাজিত থাকেন ১১ বলে ১৯ রানে। নাহিদা ৩ উইকেট নেন ৩১ রানে।
বড় লক্ষ্যে বাংলাদেশ এলোমেলো হয়ে পড়ে শুরুতেই। প্রথম ওভারেই মেগান শুটের বলে ক্যাচ তোলেন মুর্শিদা খাতুন। এরপর ৫৩ রানেই ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে অস্ট্রেলিয়াকে একটু অপেক্ষায় রাখেন অধিনায়ক নিগার সুলতানা ও শেষ ব্যাটার ফারিহা ইসলাম। দুজন ব্যাটিং করেন ৪.১ ওভার। নিগারকে বোল্ড করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ওয়ারেহাম।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নেন তাইলা ভ্যালিমিক। এদিকে ২টি নেন ওয়ারেহাম। ১টি করে নিয়েছেন শুট, পেরি, গার্ডনার, মলিনিউ ও অ্যানাবেল সাদারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৫/৬ (হিলি ৪৫, তালিয়া ৪৩, গ্রেস ১১, গার্ডনার ১৬; নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯, শরীফা ১/৩১)
বাংলাদেশ: ১৮.১ ওভারে ৭৮ (নিগার ৩২, দিলারা ১২, ফাহিমা ১১, রিতু ১০; টায়লা ৩/১২, ওয়ারেহাম ২/১, গার্ডনার ১/৪)
ফল: অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী।
ম্যাচসেরা: টায়লা ভ্যালিমিক।
সিরিজ: অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী।