পাটকেলঘাটায় গাঁজাসহ মনোয়ার হোসেন লাল্টু (৪০) এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে সরুলিয়া এলাকা থেকে তার বাড়ীর সামনে থেকে আটক করা হয়। আটক হওয়া মনোয়ার হোসেন লাল্টু একই এলাকার মৃত সিদ্দিক মোড়লের ছেলে। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সুরুলিয়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। ওই সময় ১০০ গ্রাম গাঁজাসহ মনোয়ার হোসেনকে আটক করা হয়। এঘটনায় থানায় মাদক মামলা দ্বায়ের করে আসামীকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।