ভাতা বৃদ্ধির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন চার দফা দাবিতে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এই বাজারে এতো অল্প টাকায় চলা সম্ভব না। ঈদের পরেই তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে।’
ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দফা দাবিতে গত চারদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দেশের বিভিন্ন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রোগীরা। এরমধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এতে অংশ নেন কয়েকশ চিকিৎসক। এসময় তারা কর্মক্ষেত্রে হামলা বন্ধের জন্য সংসদে আইন করে চিকিৎসক সুরক্ষা আইন পাসেরও দাবি জানান। অবস্থান কর্মসূচি শেষে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।