• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
                               

‘এমভি আবদুল্লাহ’কে নজরদারি করছে ইইউর যুদ্ধজাহাজ

রিপোর্টারঃ / ২৫৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

ভারত মহাসাগরে জলদস্যুদের দখলে যাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’য় অভিযান চালাতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত যুদ্ধ জাহাজটি সোমালিয়া উপকূলে এমভি আব্দুল্লাহর নিকট-দূরত্বে গত বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছে। যুদ্ধজাহাজটি সেখানে বাংলাদেশি জাহাজটিকে নজরদারি করছে। এর সামরিক হেলিকপ্টার জাহাজটির ওপরে চক্করও দিয়েছে। তবে ইইউর যুদ্ধজাহাজকে পাশে রেখে নজরদারি করতে বললেও কোনো ধরনের সামরিক অভিযানে এই মুহূর্তে রাজি নয় জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ। বরাবরের মতো তারা প্রাধান্য দিচ্ছে, সেখানে জিম্মি অবস্থায় থাকা ২৩ নাবিক ও ক্রুদের সুস্থভাবে ফেরত আনার ওপর। এরই মধ্যে দস্যুরা যোগাযোগ করায় সমঝোতাতেই গুরুত্ব দিচ্ছেন তারা। জাহাজটি মালিকপক্ষের প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। সর্বশেষ অবস্থান অনুযায়ী জাহাজটি এখন সোমালিয়ার গদভজিরান উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে দস্যুরা। বাংলাদেশি ওই জাহাজের কাছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের খবর এমন সময়ে এসেছে, যার এক দিন আগে দস্যুরা মালিকপক্ষের সঙ্গে প্রথমবার যোগাযোগ করেছে। মালিকপক্ষ জাহাজসহ নাবিকদের ছাড়িয়ে আনতে দস্যুদের সঙ্গে সমঝোতার কাজ এগিয়ে নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইইউ নেভাল ফোর্সের একটি অতি সংক্ষিপ্ত ভিডিও চিত্র এবং তিনটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। জানা যায়, সোমালিয়া উপকূলে জলদস্যু দমনে ‘অপারেশন আটলান্টা’ নামে কার্যক্রম পরিচালনা করছে ইইউর নেভাল ফোর্সের যুদ্ধজাহাজটি। বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ সময় গভীর রাতে ‘অপারেশন আটলান্টা’ এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ঘিরে তাদের কার্যক্রমের ছবি ও ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটি দেখা যাচ্ছে। এদিকে জাহাজ ও এর ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনতে এখনই কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ চায় না এমভি আবদুল্লাহর মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএম। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি ইইউর একটি যুদ্ধজাহাজ আমাদের জাহাজের কাছে অবস্থান করে নজরদারি করছে। তবে কেএসআরএম কোনো ধরনের শক্তি প্রয়োগ বা সামরিক অভিযান সমর্থন করে না। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। যাতে নাবিকরা নিরাপদে ফিরে আসতে পারেন। জাহাজটি সোমালিয়ার গদভজিরান উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে। সেখানে জাহাজটিকে নোঙর করে রেখেছে দস্যুরা। জানা গেছে, এর আগে ইইউ নেভাল ফোর্স জিম্মি জাহাজটি উদ্ধারে অভিযানের কথা জানালেও বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন, বাংলাদেশের অনুমতি ছাড়া সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজে কারও অভিযান চালানোর সুযোগ নেই। শুক্রবার (২২ মার্চ) সকালে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের যুদ্ধজাহাজের অবস্থানের কথা জানতে চাইলে তিনি এ কথা জানান। মাকসুদ আলম বলেন, জলদস্যুদের কবলে থাকা ওই জাহাজের নাবিক ও ক্রুদের উদ্ধারে আলোচনা চলমান। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও বাংলাদেশের সম্মতি ছাড়া বাংলাদেশি জাহাজে অভিযান চালানোর সুযোগ নেই। বাংলাদেশ সরকার ও জাহাজ মালিকপক্ষ এখন পর্যন্ত বাস্তবতার আলোকে জিম্মি জাহাজে সামরিক অভিযানের সম্মতি দেয়নি। কারণ, বর্তমান পরিস্থিতিতে জিম্মি জাহাজ মুক্ত করতে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা ছাড়া বিকল্প নেই। যেকোনো সামরিক অভিযান নাবিক, জাহাজ ও জাহাজের পণ্যের ক্ষতির কারণ হতে পারে। তবে এটা ঠিক, যুদ্ধজাহাজ মোতায়েনের কারণে দস্যুদের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে। এতে জিম্মি সমস্যার দ্রুত সমাধান হতে পারে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১২:৩১)
  • ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ২৬
  • ৮৭
  • ৫৯২
  • ১,৮১৯
  • ২৫,৩৮৭
  • ৩৪,৪২৫