দিল্লির মেয়ে তৃপ্তি দিমরি এখন বলিউডের সেনসেশন। ভারতবর্ষের তরুণ দর্শকের হৃদয়ে ঝড় তুলে পরিণত হয়েছেন ক্রেজে। এরই মধ্যে ভারতের নতুন জাতীয় ক্রাশ উপাধিও পেয়েছেন তিনি। গত বছরের শেষে ‘অ্য়ানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকে অহংকারে যেন মাটিতে পা পড়ছে না ‘ভাবী ২’ খ্যাত বলিউড অভিনেত্রী অভিনেত্রী তৃপ্তি দিমরির। তার ঝুলিতে এখন একের পর ছবির ছবির প্রস্তাব। বলিউডের নামজাদা প্রযোজকরা নাকি তৃপ্তির সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে রয়েছেন। এরইমধ্যে একগুচ্ছ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজও শুরু করেছেন কয়েকটির। তৃপ্তি বলেন, ‘এ বছর আমাকে দর্শক বিভিন্ন রূপে পর্দায় দেখতে পাবেন। প্রতিটি চরিত্র একটি অন্যটির থেকে আলাদা। তাই চমক থাকবে প্রতিনিয়ত।’ অন্যদিকে করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তৈরি নতুন ছবিতে এবার দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ছবির নাম ‘ব্যাড নিউজ’। আর এই ছবিতেই ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি। আগামী জুলাই মাসেই মুক্তি পাবে ছবিটি। তৃপ্তি, ভিকি ও অ্যামির পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়াকেও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্টলুক।
প্রথমে এই ছবির নাম ছিল ‘মেরে মেহেবুব মেরে সনম’। তা হঠাৎ এই ছবির নাম ‘ব্যাড নিউজ’ কেন? করণ জোহর জানিয়েছেন, এই ছবির গল্প একেবারেই কমেডি ঠাসা। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতে তাদের জীবনে শোরগোল। আর সেই কারণেই ছবির নাম ‘ব্যাড নিউজ’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়াল হিসেবে ‘ব্যাড নিউজ’ নির্মাণ করা হচ্ছে। ব্যাড নিউজ নিয়ে তৃপ্তি দিমরি বলেন, এটা ঠিক উল্টো যে, ‘ব্যাড নিউজ’-এর নামে যে খবরটি দিচ্ছি, তা আমার এবং ভক্তদের জন্য আনন্দের। আমার মনে হয়, কমেডি সিনেমার এটাই একটা বৈশিষ্ট্য যে, নামের মধ্যেও একটা চমক থেকে যায়। চলতি বছরে বেশ ব্যস্ততায় কাটবে তৃপ্তির। তিনি এখন পর্যন্ত তিনটি হিন্দি সিনেমা ও একটি তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সবগুলো সিনেমা নিয়েই চলছে তার ব্যস্ততা। তৃপ্তির ভাষ্য, ২০২২-২৩ সালটি আমার জন্য দুর্দান্ত কেটেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। ইন্ডাস্ট্রির নির্মাতারাও আমাকে কাজের সুযোগ করে দিচ্ছেন। বিষয়টিও আমি কাজে লাগাতে চাই। এ বছর এখন পর্যন্ত আমার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। মুক্তির তালিকায় থাকা প্রথম সিনেমা নির্মাতা রাজ শাণ্ডিল্যর ‘ভিকি ভিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। ৪ মে সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় আমি রাজকুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। গল্পটি অসম্ভব সুন্দর। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।