বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। দুপুরে নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি বলেন নগরবাসীর কল্যাণ ও উন্নয়নে তিনি কাজ করতে চান।
বরিশালকে সমৃদ্ধ করতে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারির সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন দল মত নির্বিশেষে তিনি সকলের জন্য কাজ করতে চান। এসময় বরিশালবাসীকে ৮শ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।
বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম, ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ মল্লিক, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা মীরা, মেয়র স্ত্রী লুনা আব্দুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের সচিব মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলরসহ ও রাজনৈতিক নেতারা ।