বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্ত একটি সংবিধিবদ্ধ স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার মহাখালিস্থ বিসিপিএস এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা ফলকটি উন্মোচন করেন। এসময় স্বাস্থ্যশিক্ষা সচিব, দুই অধিদপ্তরের মহাপরিচালক, প্রাক্তন ৬ জন বিসিপিএস সভাপতি এবং সিনিয়র ফেলোবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার ঊষালগ্নে জাতির পিতা তাঁর অপরিসীম প্রজ্ঞায় যে বিসিপিএস প্রতিষ্ঠা করেছিলেন, আজ তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই প্রতিষ্ঠানটি আজ স্ব-মহিমায় উজ্জ্বল।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৬ জুন রাষ্ট্রপতির এক আদেশবলে ‘বিসিপিএস’ প্রতিষ্ঠা করেছিলেন। এই কলেজ থেকে বর্তমানে ৬৫টি বিষয়ে ফেলোশিপ ও ১৬টি বিষয়ে মেম্বারশিপ ডিগ্রি প্রদান করা হয়। কলেজ থেকে এ পর্যন্ত ৮ হাজার ৫৮৮ জন চিকিৎসক ফেলোশিপ (এফসিপিএস) এবং ৩ হাজার ৬৮৮ জন চিকিৎসক মেম্বারশিপ (এমসিপিএস) সনদ লাভ করেছেন বলে জানা গেছে।