ঘোড়াশাল সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) দুপুর ২টার পর সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছেন জেলা সদর ও উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ।
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরেজমিন দেখা গেছে, ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডিসি রোড এলাকার বিভিন্ন সড়ক দিয়ে মিছিলে ও স্লোগানে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাচ্ছে। লাল-সবুজ টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে কেউ পায়ে হেঁটে, কেউবা পিক-আপ, ট্রাক ও বাসযোগে জনসভায় যাচ্ছে।
মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা আছেন। পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও জনসভাস্থলে আসতে শুরু করেছেন।