কলকাতার বাংলা সিরিয়ালের স্বল্প পরিচিত অভিনেত্রী ইধিকা পাল। বড় পর্দায় তার অভিষেক বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পান শাকিব খানকে। এটি ব্যবসা সফলতা লাভ করে। এই সিনেমার পর আর কোনো সিনেমাতে কাজ করতে দেখা যায়নি তাকে। তবে বারবার বিভিন্ন কারণে বাংলাদেশে এসেছেন ইধিকা। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন এই নায়িকা।
এরই মধ্যে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা পাল। তিনি প্রেম করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ইধিকা জানান, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি।
যোগ করে তিনি আরো বলেন, ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়ত মাথায় আসেনি। আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।
শোনা যাচ্ছে, বাংলাদেশের আরও বেশ কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে তার।