৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরছেন সালমান খান। ১২ নভেম্বর দিওয়ালিতে মহাধামাকার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ৫ নভেম্বর থেকেই শুরু হয়েছে সালমানের সিনেমার অগ্রিম বুকিং। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে কত টাকা আয় করল ‘টাইগার ৩’?।
জানা গেছে, প্রথম দিনের বুকিংয়ে ৪.২ কোটি টাকা আয় করেছে সালমানের সিনেমা। Sacnilk.com দ্বারা রিপোর্ট করা প্রাথমিক অনুমান ইতিমধ্যে সিনেমাটির প্রায় ১৪০০০০ টি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিংয়ে ৭,৩৯২টি শো থেকে আয় হয়েছে।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও ‘টাইগার ৩-এর অগ্রিম বুকিং সম্পর্কে একটা আপডেট শেয়ার করেছেন। তিনি রোববার সন্ধ্যায় টুইট করে জানান, এক্সক্লুসিভ…জাতীয় চেইনে টাইগার ৩ অগ্রিম বুকিং স্ট্যাটাস…দ্রষ্টব্য: [রোববার] প্রথম দিন ব্যবসা…পিভিআর-আইনক্স: ৪৭,০০০ সিনেপোলিস: ৯,১০০। মোট: ৫৬,১০০ টি টিকিট বিক্রি হয়েছে। সিনেমা মুক্তি পেতে এখনও ৭ দিন বাকি।
প্রসঙ্গত, টাইগার ফ্রাঞ্চাইজির ৩ নম্বর সিনেমা হল টাইগার থ্রি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন দেশের বক্স অফিসে কমপক্ষে ৫০ কোটি টাকা পকেটে পুরবে টাইগার থ্রি। একে দিওয়ালি, তারপর রোববার এর জেরেই সিনেমার প্রথম দিনের বক্স অফিস নম্বর একলাফে বাড়তে পারে বলে মত ফিল্ম বাণিজ্য বিশ্লষকদের। এদিকে, ‘পাঠান’ ও ‘জওয়ান’র পথে হেঁটেই ‘টাইগার ৩’ সিনেমার প্রচার থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন সালমান-ক্যাটরিনা। শাহরুখ অবশ্য টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলে ফ্যানেদের চাঙ্গা রাখার চেষ্টা করে গিয়েছিলেন সর্বক্ষণ, তেমন কিছু এখনও করতে দেখা যায়নি সালমানকে।
স্পাই ইউনিভার্সের এই সিনেমাতে সালমানের প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখা যাচ্ছে ইমরান হাশমিকে। রোববার, খবর মিলেছিল যে শুধু ‘পাঠান’ শাহরুখই নন, ‘কবীর’ রূপে হৃতিক রোশনও একটা আকর্ষণীয় ক্যামিও চরিত্রে ‘টাইগার ৩-এ যোগ দিয়েছেন। তবে এই তথ্যগুলি সিনেমা মুক্তির আগে পর্যন্ত গোপনই রাখতে চাইছে প্রযোজনা সংস্থা। ‘টাইগার ৩’-এ রয়েছেন রেবতী, রিধি ডোগরা, বিশাল জেঠওয়া, কুমুদ মিশ্র, রণভীর শোরে।