• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
                               

ডি কক-ডুসেনের সেঞ্চুরিতে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারঃ / ৩০০ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠানোয় আফসোস হবার কথা টম ল্যাথামের। নিউজিল্যান্ডের অধিনায়কের সিদ্ধান্তে অনেকেই অবাকও হয়েছেন। চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠানো মানেই তো রান বন্যার সুযোগ করে দেওয়া। আজই তা-ই হয়েছে। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়েছে প্রোটিয়ারা।

বুধবার (১ নভেম্বর) পুনের এমসিএ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ফের রান উৎসব করেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন কুইন্টন ডি কক। সেই সঙ্গে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ফন ডার ডুসেন। এদিন ধীরেসুস্থেই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নবম ওভারে যখন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা আউট হন তখন দক্ষিণ আফ্রিকার রান ৩৮। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে তারা।

তবে সময়ের সঙ্গে হাত খুলতে থাকেন ফর্মে থাকা ডি কক। সঙ্গী ফন ডার ডুসেনও হাত খুলেই খেলতে থাকেন। ১৮৯ বলের জুটিতে ঠিক ২০০ রান যোগ করেন তারা। এরই মাঝে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ডি কক। ২০১৫ সালে কুমার সাঙ্গাকারা টানা চার ম্যাচে চার সেঞ্চুরি করেছিলেন। উইকেটকিপার হিসেবে সেটিই এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ডি কক তার পাশে বসলেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ১১৬ বলে ১০ চার ও ৩ ছয়ে ১১৪ রান করা ডি কক সাউদির বলে ফিলিপ্সের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সেঞ্চুরি পেয়েছেন ফন ডার ডুসেনও। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ১১৮ বলে ৯ চার ও ৫ ছয়ে ১৩৩ রান করেন ডুসেন। এটি বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেদিন ডি ককও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:১৮)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৬২
  • ১৩
  • ১২৩
  • ৬১৫
  • ১,৭৫৪
  • ২৫,৩৩৩
  • ৩৪,২৮৭