জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ৪০তম জন্মদিন আজ (২৮ অক্টোবর)। জীবনের বিগত দশকগুলোতে বহু হোঁচট খেয়েছেন। তারপরও থেমে যাননি। সব কাটিয়ে উঠে এখন অভিনয় জীবনের সাফল্যময় সময় পার করছেন তিনি। শনিবার নিজের ৪০তম জন্মদিনে পা দিয়ে স্মরণ করলেন বিগত দশকগুলোকে। আর আগামী দিনগুলো নিয়ে প্রত্যাশার কথাও জানালেন অভিনেত্রী। এদিন নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে বাঁধন লেখেন, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার ৪০ তম জন্মদিন! আমি আমার জীবনের চতুর্থ দশকে পা দিয়েছে! আমি খুব খুশি এবং আনন্দিত যে, এত আশা, আনন্দ এবং শান্তি নিয়ে আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর দশকে পা রাখতে পেরেছি।
তিনি লেখেন, গত দশকগুলো এত বিভ্রান্তিকর ছিল এবং আমি অন্যদের খুশি করার চেষ্টা করে বেশিরভাগ সময় নষ্ট করেছি! আমি অনেক অন্যায় এবং আঘাতের সম্মুখীন হয়েছি, কিন্তু সেই যন্ত্রণা এবং যে যন্ত্রণা আমাকে আজকের বাঁধন বানিয়েছে! আমার জীবনের কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মর্যাদা ও শান্তির সঙ্গে আমার বাকি জীবন উপভোগ করতে চাই! এবং আমি অবশ্যই করব। আমি যেমন আছি আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেকে ভালোবাসা।
বাঁধন আরও লেখেন, আমি নিজের উপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি নিজেকে গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি।
আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি এবং জীবনে কী করবেন তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি! —যোগ করলেন বাঁধন।
বয়স চল্লিশে পাঁ দেয়ার সময়টা সত্যিই বাঁধনের জন্য স্পেশাল। ‘রেহানা মরিয়ম নূর’ এরপর ক্যারিয়ারের বাঁক ঘুরে গেছে অভিনেত্রীর। এর সবশেষ উদাহরণ, বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মাণে ‘খুফিয়া’য় তার অভিনয়।