সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কুখরালী স’মিলের সামনে নিজ উদ্যোগে ড্রেন সংস্কার কাজ শুরু করেছেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। জানা গেছে, শহরের অন্যতম ব্যস্ততম এ সড়কে প্রতিদিন বিভিন্ন ভারী যানবাহন চলাচলের ফলে ড্রেনটি ধসে যায়। ফলে এলাকার মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এছাড়া জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে যায়। বিষয়টি এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে অবহিত করলে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে নিজ অর্থায়ণে ৫২ ফুট ড্রেনটি সংস্কারের কাজ শুরু করে দেন তিনি। এলাকাবাসী জানান, সাতক্ষীরা পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু এলাকার উন্নয়নে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর বাস্তবায়নে তিনি সব সময় এলাকার রাস্তাঘাট, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এসময় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।