আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নৌকার প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বার্তা নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু ।
মঙ্গলবার (১০ অক্টোবর মঙ্গলবার বিকালে সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর বাজারে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন, সাফল্য ও সাতক্ষীরার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্মিলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে ব্রহ্মরাজপুর বাজারের চার রাস্তা মোড়ে এক পথসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নিলিপ মল্লিকের সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি সামিউল ফেরদাউস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মগরেব আলী, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক প্রমুখ।