বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার মাদক কারবারি সোলেমান আলী নাগেশ্বরী ভোলাং এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর মাইক্রোবাস চালক মাইদুল ইসলাম।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের উপঅধিনায়ক নুরল হুদা জানান, বৃহস্পতিবার ভোর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় চোক পোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এসময় মাইক্রোবাসটির ভেতরে থাকা অতিরিক্ত চাকার ভেতর থেকে ১৩ কেজি ৯৭৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাইক্রেবাসে থাকা দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সিংড়া থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার হওয়া দুজনকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।