• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
                               

সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মন্ত্রীর অপেক্ষায় কালিগঞ্জের মানুষ

রিপোর্টারঃ / ৩৫২ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

কাল ২৩ সেপ্টেম্বর (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সাতক্ষীরায় আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সাতক্ষীরায় শুভ আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছাবেন। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে উপস্থিত হবেন। সাতক্ষীরা পুলিশ লাইনে দুপুর ১টা ৩০ মিনিটে নব নির্মিত ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন হতে কালিগঞ্জের নলতার উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা শুরু করে বিকাল ৩ টায় কালিগঞ্জের নলতায় উপস্থিত হবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকাল ৫টায় নলতা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ও জনসভা সফল করতে নলতায় জনসভা উপলক্ষে মঞ্চ সজ্জা, মাঠ প্রস্তুত, গেট তোরণ নির্মাণসহ বিভিন্ন কাজে তদারকি করছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। গত বৃহস্পতিবার নলতা রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ মাঠ জনসভা স্থান ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ রুহুল হক, অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ প্রমুখ। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান নলতা কলেজ মাঠসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন ও নলতা কলেজ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। জানা গেছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নলতা জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ’লীগের কেন্দ্র কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। নলতা কলেজ মাঠে জনসভা সফল করতে সাতক্ষীরা, আশাশুনি, দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলা আ’লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৩:৫৭)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ২৬
  • ৬২
  • ৫৯
  • ৬৪৭
  • ১,৭২১
  • ২৫,৩২২
  • ৩৪,২১৩