এবার প্রকাশ্যে এল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি নেতা রাঘব চাড্ডার বিয়ের কার্ড। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব ও পরিণীতি। উদয়পুরের প্যালেসে দুদিনব্যাপী চলবে বিয়ের নানা অনুষ্ঠান। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের থিম থেকে শুরু করে বিয়ের কার্ড ও অনুষ্ঠানসূচী। হাতে আঁকা কার্ডে ব্যাকগ্রাউন্ড রঙ সাদা, কার্ডেও রয়েছে রাজকীয় ছোঁয়া। বাগদান পর্বের মতোই বিয়েরও থিম মুক্ত। সাদা ও সোনালি রঙে সাজানো হবে গোটা চত্ত্বর। বর কনের পরনেও থাকবে সাদা পোশাক। বিয়ের অনুষ্ঠান শুরু আগামী ২৩ সেপ্টেম্বর। সেদিন সকাল ১০টায় থাকছে পরীর চূড়া সেরেমনি, এরপর থাকছে মধাহ্নভোজ। সন্ধ্যা ৭টা থেকে থাকবে পার্টি, পার্টির থিম হতে চলেছে নাইনটিস। উপস্থিত থাকবেন বর ও কনের দুই পরিবারের অতিথিরা। পরদিন ২৪ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে রাঘবের সেহরাবন্দি অনুষ্ঠান। দুপুর ২টায় তাজ লেক প্যালেস থেকে রাজকীয়ভাবে বরযাত্রী রওনা দেবে লীলা প্যালেসের উদ্দেশ্যে। এদিন রাত সাড়ে ৮ টায় লীলা প্যালেসেই হবে রিসেপশন গালা। উদয়পুরে বিয়ে সম্পন্ন করেই তারা পাড়ি দেবেন চন্ডীগড়ে। ৩০ সেপ্টেম্বরে তাজ চন্ডীগড়ে পরিণীতি ও রাঘবের দ্বিতীয় রিসিপশন অনুষ্ঠিত হবে। রিসিপশনে হাজির থাকবেন রাজনীতিবিদরা। শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান থেকে শুরু করে আমন্ত্রিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।