সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন এবং পুলিশ সুপার সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় আগস্ট ২০২৩ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ (সাতক্ষীরা সদর থানা) মহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) দেবহাটা থানার অফিসার ইনচাজ বাবুল আক্তার, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ট্রাফিক বিভাগ) সার্জেন্ট মাহাবুব আলম, শ্রেষ্ঠ অফিসার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) উইমেন্স সাপোর্ট সেন্টারের জিনিয়া আফরিন অমি, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ক্যাটাগরি এসআই) সাতক্ষীরা থানার এসআই মো. হাফিজুর রহমান, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিএসবি) মো. খলিলুর রহমান, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ক্যাটাগরি এএসআই) শাহানুর রহমান, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) পুলিশ অফিস, অপরাধ শাখা সাতক্ষীরার শেখ সাইফুল্লাহ, শ্রেষ্ঠ দফাদার কলারোয়া থানার ৮নং কেরালকাটা ইউনিয়নের মুকুল দাস, শ্রেষ্ঠ চৌকিদার ১০নং আগরদাঁড়ি ইউনিয়নের শহিদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ। সভা শেষে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) জেলায় ১ বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে কেক কাটা হয়।