গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বিত মেয়র জায়েদা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এস এম শফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, নব নির্বাচচিত কাউন্সিলর ও মুক্তিযোদ্ধাবৃদ্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে দুপুরে রথখোলা মাঠে অনুষ্ঠিত হয় মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান।
গত ২৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছিলেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।