ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শেষ হয়েছে। এবার ট্রেন চড়ে পদ্মা সেতু পাড়ি দেয়ার পালা। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন যাবে ভাঙ্গা পর্যন্ত। সব ঠিক থাকলে আগামী মাসেই উদ্বোধন করা হবে এ পথের বাণিজ্যিক ট্রেন যাত্রা। রাজধানীর কমলাপুর থেকে শুরু পদ্মা রেল সংযোগ প্রকল্পের। যাবে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত। তাই ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের ৪৬ কিলোমিটার রেলপথের মধ্যে ১৭ কিলোমিটার উড়াল রেলপথ পাথরবিহীন ও বাকী অংশ পাথরসহ। এই পুরো অংশেই রেল লাইন বসানোর কাজ শেষ।
এই অংশে ৫টি স্টেশনের দুইটি শুরুতে খুলে দেয়া হবে। বাকীগুলো পর্যায়ক্রমে চালু হবে যাত্রীদের জন্য। এখন স্টেশনগুলোতে যাত্রী সেবার আনুষাঙ্গিক কাজ চলছে। কমলাপুর থেকে শুরু হওয়া এই রেল লাইন যাবে যশোর পর্যন্ত। তবে প্রাথমিকভাবে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত চলবে ট্রেন। এরই মধ্যে ভাঙা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলেছে। এবার ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে আগামী বৃহস্পতিবার। অক্টোবর মাসের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।