জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালীবিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন।
তারা হলেন-দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মোর্শেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা।সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।