বড় শখ করে বাড়ির উঠানে লাগিয়েছিল ২টি গাঁজা গাছ। কিন্তু শেষ রক্ষা হল না গাছ ও গাছের মালিকের। অবশেষে পুলিশের কাছে ধরা পড়লের গাঁজা চাষ করা উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেন (২৯)। গত ২১ আগস্ট দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ ২টি গাঁজা গাছ জব্দ করে। পরে নাঈম হোসেনকে গ্রেফতার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পরবর্তী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন।