চট্টগ্রাম বন্দরে আগামী তিন বছরে পাঁচ থেকে সাতশ’ কোটি মার্কিন বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়রাম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েল। আজ (মঙ্গলবার) দুপুরে বন্দর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
তিনি আরও জানান, বন্দর ব্যবহারকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে যেখানে এক জায়গাতে ব্যবহারকারীরা সকল সেবা পাবেন। এ সময় চেয়ারম্যান বন্দরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সংবাদ সম্মেলনে, বন্দর কর্তৃপক্ষের সদস্য শহীদুল আলম, পরিচালক মমিনুর রশিদ, সচিব মোহাম্মদ ওমর ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।