আব্দুর রহমান: এম আর ইন্টারন্যাশনাল স্কুল ও রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতি’র আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫আগস্ট) বেলা ১১টায় মাধবকাটি বাজারস্থ এম আর ইন্টারন্যাশনাল স্কুল ও রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক এএসএম তছলিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এম আর ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক সন্দীপ কুমার মন্ডল, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মো. আমিনুল ইসলাম, সুরাইয়া সুলতানা ঈরানী কমপ্লেক্স এর সুপার হাফেজ সুমন হোসেন, এম আর ইন্টারন্যাশনাল স্কুল’র সহকারী শিক্ষক মুজাহিদ প্রমুখ। এসময় এম আর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা হাফেজ সুমন হোসেন। পরে শিক্ষার্থীসহ অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।