আব্দুর রহমান: তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুর রহমান, সহকারী শিক্ষক শামছুর রহমান, হরেন্দ্রনাথ সরকার, মোর্তজা আলম, রঘুনাথ সরকার, কামরুজ্জামান, আছিয়া খাতুন, নাহিদ সুলতানা, কৃষ্ণা কিশোরীসহ শিক্ষকবৃন্দ। এসময় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মঙ্গল কুমার সরকার ও অনিমেষ কুমার বাছাড়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবিদার রহমান।