আব্দুর রহমান: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) শহরের ইটাগাছায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, দিনব্যাপী কোরআন তেলাওয়াত, ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে জাতীয় শোক দিবস পালন দিনব্যাপি কর্মসূচিতে পৃথকভাবে অতিথি হিসেবে অংশ নেন জেলা আ.লীগের সহ সভাপতি ড. কাজী এরতেজা হাসান, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। উল্লেখ্য, জাতীয় শোক দিবসে ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালুর উদ্যোগে ইটাগাছা প্রাইমারি স্কুল, ইটাগাছা কলোনীপাড়া, বিলপাড়া, পশ্চিমপাড়া, হাসান হোসেন মসজিদ, কুকরালী মোড়, ইটাগাছা পুর্বপাড়া, খড়িবিলা, বাগবাটি, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় দুস্থদের জন্য ৫৪ ডেক রান্না করা খাবার বিতরণ করা হয়।