আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা ৭৬৪) এর আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নারকেলতলা মোড়স্থ ইউনিয়ন প্রাঙ্গণে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সহ সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের (কাদু), সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, অফিস সহকারী আশরাফ আলীসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মঈনুল ইসলাম।