আব্দুর রহমান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার হলরুমে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ২ এর উপ বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ১ এর উপ বিভাগীয় প্রকৌশলী সুভেন্দু বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।