• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
                               

খুলনায় ডিমের মূল্য বেশি নেওয়ায় জরিমানা

রিপোর্টারঃ / ৩২৭ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩
খুলনায় ডিমের মূল্য বেশি নেওয়ায় জরিমানা
খুলনায় ডিমের মূল্য বেশি নেওয়ায় জরিমানা

খুলনায় ডিমের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হানা দিয়েছে বিভিন্ন ডিমের বাজারে। এই অভিযানে ডিমের ৩টি প্রতিষ্ঠানসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন অভিযান পরিচালনা করেন।

শনিবার (১২ আগস্ট) খুলনা মহানগরীর নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা, পাইকারি ও খামারি পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ডিমের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন বলেন, ডিমের দাম অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্য তালিকা না থাকার অপরাধে দুটি দোকান ও এক খামারিকে জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় একটি বেকারীকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ডিমের উৎপাদন ঠিক রয়েছে। তবে খামারী ও ব্যবসায়ীরা বলছেন, ডিমের চাহিদা বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, খুলনায় সবচেয়ে বড় ও লাল ডিম ১৩ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে ছোট ডিম কমমূল্যে বিক্রি হচ্ছে। এদিকে অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেডএন সুমন, আনসার সদস্যরা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (ভোর ৫:০৩)
  • ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১১ই রজব, ১৪৪৬ হিজরি
  • ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Our Website Visitors Summary

  • ২৮
  • ৭২
  • ৫৫৩
  • ২,২৯৬
  • ২৬,১৩৬
  • ৩৫,৬৬০