মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে তিন শিশুসহ ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বাকিদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। এ অপারেশনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন হিল সাইড’।
শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের এই ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, আটক ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩ শিশুও আছে।
আটক ১০ জন হলো, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই চার ঘণ্টার সফল অভিযান শেষ হয়েছে। কিছু বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এটি একটি নতুন জঙ্গি সংগঠন যার নাম ইমাম মাহমুদের কাফেলা। জেলা পুলিশ ও কুলাউড়া উপজেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দেশের বিভিন্নপ্রান্তে সংগঠনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।