সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বার জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক শুক্রবার দুপুর ২ টোয় তার অফিসে এক প্রেস ব্রিফিং এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেজ জানা যায়, শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক মোজাফ্ফর হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল শুক্রবার সকাল ৭ টার দিকে ওই এলাকা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তার ডান পায়ের জুতার ভিতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫ (পাঁচ) টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার । এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামীকে সোপর্দ করা হয়েছে। এছাড়া সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন কমান্ডার।