ছোট পর্দার প্রিয় মুখ তানিয়া বৃষ্টি। শৈশব থেকেই তার অভিনয়ের প্রতি ছিল অন্যরকম টান। যার কারণে স্বপ্ন পূরণের জন্য মডেলিংয়ের মাধ্যমে নাম লেখান নাট্যাভিনয়ে। তবে বৃষ্টি সবসময় স্বপ্ন দেখতেন চলচ্চিত্র ঘিরে। সেই স্বপ্ন পূরণের তাগিদে নাম লেখিয়েছিলেন শোবিজে। নাটকে কাজ পর কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন তিনি। তার প্রথম অভিনীত সিনেমা ‘ঘাসফুল’। এরপর আরও বেশকিছু সিনেমায় নায়িকা চরিত্রে কাজের প্রস্তাব পেলেও বিরূপ অভিজ্ঞতার কারণে পরবর্তীতে তা আর হয়ে ওঠেনি তার। এরপর নিজেকে ছোট পর্দাতেই ব্যস্ত করেন তিনি। নাটকে অভিনয় করেই এখন জনপ্রিয় এই অভিনেত্রী।
এক দশকের ক্যারিয়ারে তানিয়া বৃষ্টি ছোট পর্দার মাধ্যমে নিজেকে মেলে ধরলেও বড় পর্দায় ব্যর্থ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন,সিনেমায় অনেক প্রস্তাব পেলেও স্বপ্নটা এগিয়ে নিতে পারিনি। তখন মনে হয়েছে, ওই সময়টাতে ওই জায়গা আমার জন্য নয়। যে কারণে প্রস্তাব গ্রহণ করিনি। আমার বড় পর্দার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেসব প্রস্তাব নিতে পারছিলাম না। সেই কারণে আমার মন খারাপ ছিল। মন খারাপের কারণ প্রসঙ্গেও খোলাসা করেছেন তানিয়া বৃষ্টি। তার কথায়, আমি একটা প্ল্যাটফর্ম থেকে আসছি, কাজ করব। সেই সুযোগ নাটকে সহজেই হয়ে যায়। কিন্তু সিনেমায় একটু কঠিন। সিনেমার প্রস্তাবে শুনতে হয়েছে, কাজের বিপরীতে কিছু চায়। সবাই না, এই কথাগুলো কেউ কেউ বলেছেন। তাদের প্রস্তাবে মন খারাপ হত। হয়ত তারা যথাযথ প্রতিষ্ঠানের ছিলেন না এবং উদ্দেশ্যও ভালো ছিল না।