যুক্তরাষ্ট্রে সময়টা দারুণ উপভোগ করছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে প্রতি ম্যাচে গোল করছেন এ তারকা। সেই ধারাবাহিকতায় বুধবার অরল্যান্ডো সিটির বিপক্ষে কিং লিও করলেন জোড়া গোল। তার নৈপুণ্যে মিয়ামিও উঠে গেল লিগস কাপে শেষ ষোলোয়। মায়ামিতে তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫। এর মধ্যে শেষ দুই ম্যাচেই জোড়া গোল। লিগস কাপে শেষ বত্রিশের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বুধবার মেসি চাইলে হয়তো হ্যাটট্রিকের দেখাও পেয়ে যেতে পারতেন। কিন্তু তিনি ম্যাচের ৫১ মিনিটে পাওয়া পেনাল্টিটা নিজে নেননি। সতীর্থ ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্তিনেজকে দিয়ে গোল করিয়েছেন।
বুধবার ম্যাচের ৭ম মিনিটে বক্সে ঢুকে বুকে নামিয়ে বাঁ পায়ের সাইডভলিতে জালে পাঠান মেসি। ১০ মিনিট পরই সিজার আরাউহোর গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। বিরতির পর ৪৭ মিনিটে অরল্যান্ডোর বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন মায়ামির জোসেফ মার্তিনেজ। মেসি নন, পেনাল্টিটা মার্তিনেজই নিলেন এবং গোলও করলেন। ৬৩ মিনিটে মেসি ও সের্হিও বুসকেতসের এক সময়ের বার্সা সতীর্থ জর্দি আলবাকে বদলি হিসেবে মাঠে নামান মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে মাঠে দেখা গেল মেসি-বুসকেতস-আলবাকে। এর কয়েক মিনিট (৭২) পরই ডান পায়ের সাইডভলিতে গোল করেন মেসি। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে লিগস কাপে শেষ ষোলোয় ওঠার আনন্দ নিয়ে মাঠে ছাড়ে মিয়ামি।