সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁকাল রমজান আলী সড়ক এলাকায় মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট ) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার ০৬ ওয়ার্ড কাউন্সিলর কাজী মারুফ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পোস্ট মাস্টার প্রবীণ শেখ লুৎফুল হক, সাইফুল ইসলাম প্রিন্স, শেখ উজ্জল, শেখ মোশফেক আহম্মেদ, কাজী জিল্লু, শেখ জামশেদ হোসেন, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌর ০৬ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নূর মনোয়ার হোসেন, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন,পৌরসভার সার্ভেয়ার মামুন প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল সিএনবি রাস্তা সংলগ্ন মরহুম মমিন মাস্টার এর বাড়ি হতে শেখ পাড়া মসজিদ প্রবেশ মুখ পর্যন্ত ৫৬৫ মিটার লম্বা ও সাড়ে ৮ ফুট আড়ে মেকাডাম কার্পেটিং রাস্তা প্রায় ১৮ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় এলাকা বাসীর পক্ষ থেকে এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয়।