আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ওসি প্রতিনিধি এসআই মোস্তাফিজুর। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক অফিসার শাহজাহান আলি শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রাণকৃষ্ণ দাশ, শংকর দেবনাথ, মোস্তফা কামাল জাহাঙ্গীর। এসময়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।