সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারণের জন্য সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আন্দোলন সংগ্রাম আগে না করে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনার টেবিলে বসে খুব সহজেই সব সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা না করে আগে আন্দোলন করা আমার মনে হয় ঠিক হয়নি। সাতক্ষীরা পৌরসভা পানির বিল কেন বৃদ্ধি করলো। তাদের সঙ্গে আলোচনা করে তারা সদুত্তর দিতে না পারলে তখন আন্দোলন করা যুক্তিসঙ্গত ছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যান্য পৌরসভার পানির বিল পর্যালোচনা করে সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ২০০ টাকা পানির বিল নির্ধারণ করা হলো। দীর্ঘ ৮ থেকে ১০ মাস সাতক্ষীরা পৌরসভার পানির সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেনা। তাদেরও তো পরিবার পরিজন আছে। তারাও পৌরসভার নাগরিক তাদের কথাও আমাদের ভাবতে হবে। পানির আয় থেকে তাদের বেতন ভাতা হয়। পৌরসভার অন্য কোন আয় থেকে তাদের বেতন ভাতা হয়না। তাই সার্বিক দিক বিবেচনা করে ও পৌরসভার নাগরিকদের সুবিধার্থে উপস্থিত পৌর কর্তৃপক্ষ ও সম্মানিত নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় করে সহনীয় পর্যায়ে রাখার সিন্ধান্ত নেওয়া হলো পানির বিল ২০০ টাকা করা হবে।” মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার পৌরসভার পানি সুপার সেলিম সরোয়ার, সুধাংশু শেখর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়সহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা।