ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. নাশিদ আলম। বক্তারা মাছ উৎপাদন ও বিপণনে সরকারের সফলতা গুলো তুলে ধরেন। এসময় উপজেলার বেশ কয়েকজন সফল উদ্যোক্তা ও মাছ চাষীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।