একমাত্র ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে দারুণ সময় পার করছেন সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। যার প্রমাণ মেলে অপুর ফেসবুকে। ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর নতুন ছবি ও ভিডিও নিয়মিতেই পোস্ট করছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি অপু-জয় ঘুরতে গিয়েছিলেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। সঙ্গে ছিলেন শাকিব খানও।
গতকাল সোমবার প্রকাশিত ভিডিও দেখা যায়, অপু-জয় ঘোড়ার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব, ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। ভিডিওটিও ধারণ করেছেন শাকিব নিজেই। তবে ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। ভিডিওটি ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে ভক্তমহলে।
এছাড়াও সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন অপু। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।
উল্লেখ্য, সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রে যান চিত্রনায়ক শাকিব খান। আর এর পরই একমাত্র সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন অপু বিশ্বাস। বর্তমানে তারা দু’জনই অবস্থান করছেন জো বাইডেনের দেশে। ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন স্থানে আর অংশ নিচ্ছেন পরিচিতদের আমন্ত্রণেও।