আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকালে ইউনিয়নের ঘরচালা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বল্লী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চলনায় ও মাষ্টার আবিদুর রহমান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু।
এসময় তিনি বলেন, `শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। আ.লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, গণেশ চন্দ্র, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।