নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড় হতে রসুলপুর অভিমুখে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সমীর কুমার বসু, মো. আব্দুল গফ্ফার, মো. আমজাদ হাসেন, সাংবাদিক আব্দুর রহমান, মাসুদ আলী প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় চৌরঙ্গী মোড় হতে রসুলপুর অভিমুখে ৫৬১ মিটার কার্পেটিং রাস্তা প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।